Epilepsy Episode 3

 


👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️ অসহনীয়  অপস্মার তৃতীয় ভাগ👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️

ΩΠμΩΠμΩΠμΩΠμΩΠμΩΠμΩΠμΩΠμΩΠμΩΠμ


প্রথম পর্ব


https://golpokothaybiggayan.blogspot.com/2022/07/epilepsy-episode-1.html?m=1



দ্বিতীয় পর্ব


https://golpokothaybiggayan.blogspot.com/2022/07/epilepsy-episode-2.html?m=1



দীর্ঘ দুটি পর্বে জেনেছি মৃগী রোগটি কি ?

কত প্রকার হতে পারে? 

এবং এর সম্ভাব্য কারণ গুলি কি কি?



তবে আলোচনা সম্পূর্ন ছিল না কারণ,

কারণ আরো রয়েছে..........



🧠শিশুর জন্মের সময় মস্তিষ্কে অক্সিজেনের অভাব:


অক্সিজেন তথা প্রাণ বায়ুর অভাব জনিত অবস্থা কে বলা asphyxia অ্যাসফিক্সিয়া বা শ্বাসকষ্ট।



 প্রাচীন গ্রীক শব্দ 

α- "without" বা ছাড়া এবং  σφύξις sphyxis, "squeeze" চিপে বেড় করা বা চুপসে যাওয়া (throb of heart)(হৃদয়ের স্পন্দন)।

গর্ভে শিশুটি শ্বাস গ্রহণ করে না, যে কারনে অক্সিজেন এবং পুষ্টি সমৃদ্ধ দ্রব্যাদি নাভী রজ্জুর মাধ্যমে শিশুতে পৌঁছায়।



শিশু যারা কিনা গর্ভাবস্থায় অ্যাসফিক্সিয়া বা শ্বাসকষ্টতে ভোগে পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়।



কি কি কারণে গর্ভস্থ শিশুর অ্যাসফিক্সিয়া হতে পারে?

🚼Umbilical Cord Prolapse আম্বিলিক্যাল কর্ড প্রোল্যাপস, বা সহজ বাংলায় নাভী রজ্জুর স্থানভ্রষ্ট হওয়া।



জন্মের আগে বা জন্মের সময়, নাভির কর্ড খোলা সার্ভিক্সের মাধ্যমে শিশুর আগে যোনিতে নেমে যেতে পারে। 



এই জটিলতা, যাকে আম্বিলিক্যাল কর্ড প্রোল্যাপস বলা হয়।



এই অবস্থাটি ঘটে যখন ভ্রূণের উপস্থাপক অংশ এবং জরায়ুর মধ্যে যোনিতে নাভির কর্ড নেমে যায় (প্রল্যাপস)।



নাভী রজ্জুর স্থানভ্রষ্ট বা প্রল্যাপসের সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে:


👁️‍🗨️ঝিল্লির অকাল ফেটে যাওয়া।

👁️‍🗨️অকাল শ্রম।

👁️‍🗨️একাধিক গর্ভধারণ গর্ভাবস্থা ( যমজ, ট্রিপলেট , ইত্যাদি)।

👁️‍🗨️পলিহাইড্রামনিওস (অতিরিক্ত অ্যামনিওটিক তরল)।

👁️‍🗨️ভ্রূণের অপপ্রেজেন্টেশন (ব্রীচ প্রেজেন্টেশন)।



জন্মের আগে নাভী রজ্জুর এই স্থানচ্যুতির ফলে প্রয়োজনীয় প্রাণবায়ু শিশুতে পৌঁছায় না ফলে

শিশুর শ্বাসকষ্ট অনুভূত হয়। গর্ভে সন্তানটির মৃত্যু অবধি হতে পারে এমনটি হলে।



নাভী রজ্জুর অন্যান্য সমস্যার ক্ষেত্রেও এমনটি হওয়া সম্ভব।


🚼 মায়ের অস্বাভাবিক উচ্চ বা নিন্ম রক্ত চাপ।






🚼Eclampsia একলাম্পসিয়া।

গ্রীক শব্দ থেকে কথাটির উৎপত্তি যার অর্থ

 বিদ্যুৎ ঝলক (lightning)।

একলাম্পসিয়া এক ধরনের  খিচুনি রোগ যা মায়ের গর্ভকালীন ও সন্তান হওয়ার পরপরই হয়ে থাকে।

একলাম্পসিয়া রোগটি সাধারণত যারা প্রথমবারের মতো গর্ভবতী হন তাদের মধ্যে বেশি দেখা যায়। গর্ভাবস্থায় পাঁচ মাস পর থেকে শরীরের ওজন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং হাত-পা ফুলতে থাকে । এরপর ঘন ঘন মাথাব্যথা হতে থাকে।

preeclampsia বা Pre-eclampsia বা toxemia



প্রি-এক্লাম্পসিয়া::

Pre প্রি কথাটি পূর্বে বসে প্রাক বোঝাতে।



গর্ভধারণের ২০ সপ্তাহের পর যদি কারও উচ্চ রক্তচাপের সমস্যা ও প্রস্রাবের সঙ্গে প্রোটিন নিঃসরণ হয়, তখনই প্রি-এক্লাম্পসিয়া র রোগী বলা হয়ে থাকে।অন্তঃসত্ত্বা অবস্থায় উচ্চ রক্তচাপ মা ও গর্ভস্থ শিশুর জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই সংক্রান্তই বড় একটি সমস্যা হল প্রি এক্লাম্পসিয়া। 



অবশ্য Preeclampsia ডেলিভারির পরও ঘটতে পারে। সেক্ষেত্রে তাকে পোস্টপ্যাটার্ম প্রি এক্লাম্পসিয়া বলা হয়ে থাকে। 

🚼 শিশুর শ্বাসতন্ত্রে কোনো রকম বাধা।



যেমন জন্মগত মধ্যচ্ছেদা হার্নিয়া।








🚼Shoulder dystocia কাঁধের ডাইস্টোসিয়া।

ডাইস্টোসিয়া কথাটি এসেছে গ্রীক শব্দ 

 dys (difficult) বা কঠিন  এবং tokos (birth) জন্ম।

কাঁধে ডাইস্টোসিয়া হ'ল একটি বিরল অবস্থা যা কখনও কখনও মায়ের দেহ থেকে ভ্রূণের মাথা বের হওয়ার পরে প্রসবের সময় দেখা যায়। 

শিশুর কাঁধ (বাম বা ডান) মায়ের পেলভিক হাড়ের পিছনে থাকে এবং চাপের ফলে হয়। কখনও কখনও, শিশুর পশ্চাত কাঁধটি মায়ের স্যাক্রামের উপর চাপ দেয় (মেরুদণ্ডের গোড়ায় বড় হাড়)। এর মধ্যে দুটি ক্ষেত্রেই যদি ঘটে থাকে তবে শিশুর বাকী শরীর সহজেই বের হয় না। এই জটিলতাটিকে ইনফ্যান্ট শোল্ডার ডাইস্টোসিয়া বলা হয়।



এই ক্ষেত্রে শিশুর যে সব জটিলতা সৃষ্টি হয়

 ব্রাচিয়াল প্লেক্সাস ইনজুরি, 



 ক্ল্যাভিকাল ফ্র্যাকচার বা হাতুড়ি ফাটল।



এইসব কারণেও শিশুটি অ্যাসফিক্সিয়া বা শ্বাসকষ্টতে কষ্ট পেতে পারে।

🚼Placental abruption বা প্ল্যাসেন্টাল ছেদন::






যে ক্ষেত্রে প্লাসেন্টা বা অমরা, ইউটেরাস বা জরায়ু গাত্র থেকে খুলে যায়।



ফল বৃদ্ধি ব্যহত, পুষ্টি ও অক্সিজেনের অভাব।





🚼 in utero trauma



গর্ভাবস্থায় চোট শিশুর বিকাশে অন্তরায় হতে পারে।



🚼prolonged delivery দীর্ঘক্ষণ ব্যাপী প্রসব::



যদি গর্ভস্থ শিশুর আকার বড় হয়/জন্ম নালী  যদি খুব ছোট হয়/ মায়ের শ্রোণী খুব ছোট

সে ক্ষেত্রে প্রসব কাল দীর্ঘায়িত হয়।



শিশুর জন্মকালীন এই সংগ্রাম পরবর্তীতে সমস্যা সৃষ্টি করতে পারে।




ক্রমশ.........

চলবে???


তথ্য সাহায্যে

Human anatomy and physiology

By Ross and Wilson


Pharmacology

By K D Tripathi।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়