খুঁজে পাওয়া বিশে বাইশ
~~~~~~খুঁজে পাওয়া বিশে বাইশ ~~~~~~~
\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|\|
অলস সময় ধারা বেয়ে
মন চলে শূন্যপানে চেয়ে।
সে মহাশূন্যের পথে ছায়া-আঁকা ছবি পড়ে চোখে।
আরোগ্য
রবীন্দ্রনাথ ঠাকুর
বিশে বিশের বিভীষিকা পেরিয়ে বিশে একুশের আতঙ্ক এড়িয়ে বিশে বাইশের আগমন।
কালের গতিতে ছুটে চলা সময়ে আজ প্রায় শেষের পথে বিশে বাইশ।
এই বিশে বাইশে খুঁজে পাওয়া গেল ওদের, ওরা আগেও ছিল যুগ যুগান্তর ধরে, ধরা দেয়নি এই যা..
দেখে নেওয়া যাক সেই নতুনদের...
১
🦎🦎🦎মাদাগাস্কারের বামন টিকটিকি🦎🦎
Lygodactylus লেয়গোডাক্টাইলাস হল বামন টিকটিকিদের একটি গণ যাদের অধিকাংশই পাওয়া যায় মাদাগাস্কারে।
গ্রীক শব্দ lygos অর্থ chaste চাস্টে গাছ ( বিজ্ঞান সম্মত নাম Vitex agnus-castus) এর পাতলা ডাল
এবং গ্রীক শব্দ daktylos অর্থ আঙ্গুল।
এই বামন টিকটিকি দের মধ্যে নতুন সংযোজন
Lygodactylus fritzi, তর্জনীর মত লম্বা এই টিকটিকি Domerguella অধি গণের অন্তর্গত।
পুরাতন জার্মান ভাষায় fritzi অর্থ "peaceful ruler" শান্তিপূর্ন শাসক। এক্ষেত্রে fritzi কথাটি নেওয়া হয়েছে Uwe Fritiz (German herpetologist) সাহেবের নাম অনুসারে যিনি প্রখ্যাত জার্মান সরীসৃপবিদ এবং ড্রেসডান এর মিউজিয়াম অফ জুলজির ডিরেক্টর।
২
🦎🦎🦎চীনের দৈত্যাকার সালামান্ডার 🦎🦎🦎
বিশ্বের সবচাইতে বড় উভচর Jiangxi giant salamander জিনগক্সি দৈত্যাকার সালামান্ডার
江西大鲵 পাওয়া গেল চীনের জিনগক্সি প্রদেশে।
বিজ্ঞান সম্মত নাম Andrias jiangxiensis।
Andrias অ্যানড্রিয়াস শব্দটি নেওয়া প্রাচীন এক গ্রিক শব্দ থেকে যার অর্থ পুরুষোচিত।
৩
🦎পশ্চিম মাক্সিকোর কণ্টকময় গিরগিটি🦎🦎
পশ্চিম মাক্সিকোর Jalisco এবং Nayarit পর্বতময় অঞ্চলে দেখা পাওয়া গেল কণ্টক-ত্বকী গিরগিটির
বিজ্ঞান সম্মত নাম Sceloporus huichol।
গ্রীক শব্দ skelos/σκελος কথাটির অর্থ পা।
লাতিন শব্দ porus অর্থাৎ গর্ত।
এই গণের গিরগিটিদের enlarged femoral pores
বা দীর্ঘায়িত ঊরূ ছিদ্র উপস্থিত থাকে।
কাজ কি ছিদ্রের? নারী আকর্ষণে সুঘ্রাণ প্রস্তুতি (feromon)।
৪
~|~ ~|~ মহারাষ্ট্রের কণ্টক লেজের ফড়িং~|~
মূলত দুই ধরনের ফড়িং চোখে পড়ে,
Damselflies বা কাঠ ফড়িং এবং
Dragonflies বা গঙ্গা ফড়িং অথবা শুধু ফড়িং।
বলব Dragonflies বা গঙ্গা ফড়িঙের কথা যার অদ্ভুৎ যৌনাঙ্গ নজর কাড়ে।
মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে দেখা মিলেছে এদের।
বিজ্ঞান সম্মত নাম
Burmagomphus chaukulensis।
৫
🦂পশ্চিম ক্যালিফোর্নিয়ার কাঁকড়াবিছে 🦂
দুই প্রকৃতিবিদ Prakrit Jain এবং Harper Forbes ক্যালিফোর্নিয়ার পশ্চিমাংশে মরুভূমির সোডা লেক এর কাছে খুঁজে পেল কাঁকড়াবিছের দুই প্রজাতির।
যাদের বিজ্ঞান সম্মত নাম যথাক্রমে
Paruroctonus soda
এবং
Paruroctonus conclusus।
৬
❇️❇️বলিভিয়ার বিশাল লিলি ❇️❇️
কলকাতার বোটানিক্যাল গার্ডেনে গেলে দেখা মেলে বিশাল থালার মত পাতাওয়ালা লিলি ফুল ফুটে রয়েছে জলাশয়ে।
এই লিলি ফুলের অপর এক প্রজাতির খোঁজ মিলল।
প্রাকৃতিক ভাবে এটি বলিভিয়ার mamore নদী উপত্যকায় পাওয়া যায়।
লন্ডনের royal botanic gardens তে এর দেখা পাওয়া যাবে।
বিশ্বের বৃহৎ পত্র লিলির বিজ্ঞান সম্মত নাম
Victoria boliviana।
৭
🦀🦀স্পঞ্জ কর্কট🦀🦀
কাঁকড়ার শক্ত খোল তার উপর মখমলের আবরণ ব্যাপারটি কেমন হবে?
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে পাওয়া গেল এমনি এক অদ্ভুত দর্শন কাঁকড়ার।
ছিদ্রাল প্রাণী স্পঞ্জ এবং কর্কটের জীবনযাত্রার এক অদ্ভুত মেল বন্ধন। জীবন্ত স্পঞ্জ দেহে বহন করে এই কাঁকড়া পায় ছদ্মবেশ এবং আত্মরক্ষা।
স্পঞ্জ পায় এক গতিময় জীবন।
অস্ট্রেলিয়ায় প্রাপ্ত এই স্পঞ্জ কর্কট এর
বিজ্ঞান সম্মত নাম Lamarckdromia beagle ।
৮
🌈🐟মালদিভের রামধনু মাছ🌈🐟
আহমেদ নজীব (Ahmed Najeeb) সাহেব মালদিভের Maldives Marine Research Institute (MMRI) এর সনামধন্য জীববিদ।
এই বছর তিনি এবং তার সহ গবেষকরা ঘোষণা করল এক নতুন রামধনু মাছের তথ্য, যাদের পূর্বে মনে করা হয়েছিল অপর এক প্রজতির মাছের জীবনকালের একটি দশা।
মাছটির বিজ্ঞান সম্মত নাম
Cirrhilabrus finifenmaa।
সাধারণ নাম rose-veiled fairy wrasse।
৯
🐸🐸পেরুর চকোলেট ব্যাঙ🐸🐸
হ্যারি পটারের সেই চকোলেট ব্যাঙকে মনে পড়ছে?
গল্পের প্রাণী জীবন্ত হয়ে ধরা দিয়েছে যেন এই প্রকৃতিতে। বলছি টাপির ব্যাঙের কথা।
টপির কেন?
টাপিরের মতোই এর নাক উঁচু যে।
২০২২ সালে Germán Chávez সাহেব যিনি কিনা
Peruvian Institute of Herpetology এর গবেষক, তিনি এই বিচিত্র ব্যাঙের তথ্য সকলের সামনে আনেন।
বিজ্ঞান সম্মত নাম Synapturanus danta।
১০
🌳ক্যামেরুন এর ইবো জঙ্গলের চিরহরিৎ গাছ🌳
টাইটানিক সিনেমার সেই রোমান্টিক হিরো বা ইনসেপশন সিনেমার সেই স্বপ্নাতুর অভিনেতাকে মনে পড়ছে?
ঠিক বলেছেন Leonardo DiCaprio সাহেবের কথাই বলছি ।
তার নাম অনুসারে মধ্য আফ্রিকার Cameroon ক্যামেরুন দেশের Ebo Forest ইবো জঙ্গলের এক চিরহরিৎ উদ্ভিদ পেল তার বিজ্ঞান সম্মত নাম
Uvariopsis dicaprio।
২০২২ সে খুঁজে পাওয়া আরো প্রজাতি নিয়ে আলোচনা হবে আগামী পর্বে.......
তথ্য ও ছবি ছায়াছবিতে অন্তর্জাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন