gospel of gestation
🤰🏿🤰🏽🤰🏼গর্ভধারণকাল কাহিনী 🤰🤰🏿🤰🏽
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
'দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন,'
গর্ভকাল বা গর্ভধারণ কাল তথা gestation হল শুক্র ডিম্বের মিলন থেকে শুরু করে অপত্য জন্মদানের মধ্যবর্তী সময়কাল।
প্রকৃতি শুধু মায়েদের দিয়েছে এই কষ্ট মিশ্রিত সুখানুভূতি যার ব্যাক্ষা কাব্যে করা সম্ভব নয়।
পিতা হয়ে মাতৃত্বের আশ্বাস পায় হাতে গোনা কিছু ব্যতিক্রমী প্রাণী।
যেমন সমুদ্রঘটক বা seahorse। সঙ্গম নৃত্যের পর স্ত্রী সমুদ্রঘটক পুরুষের থলেতে রেখে যায় ডিম।
৩০ দিন তা নিজ দেহে ধারণ করে অপত্যদের সমুদ্র দর্শন করায় গর্ভবাণ পিতা সমুদ্রঘটক।
মানুষের গড়পড়তায় গর্ভকাল ৪০ সপ্তাহ বা ২৮০ দিন। স্বাভাবিক গর্ভাবস্থা ৩৮ থেকে ৪২ সপ্তাহ অবধি স্থায়ী হতে পারে। ৩৭ সপ্তাহের আগে অপত্যের আগমনকে বলা হয় premature বা যথাকালের পূর্বেই জাত তবে অকালপক্ক নয় মোটেই।
৪২ সপ্তাহের পরে আগত অপত্যের ক্ষেত্রে বলা হয়
postmature বা যথাকালের পরে জাত।
শরীরের ভিতর বেড়ে ওঠা শরীরের কষ্ট বড় কম নয়।
কিছু প্রাণীর ক্ষেত্রে এই গর্ভ যন্ত্রণা কিছু কম দিনের হয়।
সবচাইতে কম গর্ভধারণ কাল Virginia opossum বা উত্তর আমেরিকার অপসামদের। মেক্সিকোর উত্তরে বসবাসকারী একমাত্র অপসাম, এর পরিসর দক্ষিণে মধ্য আমেরিকা পর্যন্ত বিস্তৃত। এটি বিশ্বের সবচেয়ে উত্তরের মার্সুপিয়াল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায়, এটি সাধারণত একটি পোসাম, 'পোসাম বা অপসাম' বলা হয়।
বিজ্ঞান সম্মত নাম Didelphis virginiana
পোসাম বা অপসামদের গর্ভধারণ কাল প্রায় ১২ দিন। অবশ্য এদের আয়ুষ্কাল মাত্র ৪ বছরের।
সাবফ্যামিলি Cricetinae-এর অন্তর্গত Hamster হ্যামস্টার হল এক জাতের ইঁদুর, যার মধ্যে 19টি প্রজাতি রয়েছে যা সাতটি জেনারে শ্রেণীবদ্ধ।
হ্যামস্টারের সবচেয়ে পরিচিত প্রজাতি হল গোল্ডেন বা সিরিয়ান হ্যামস্টার, চাইনিজ হ্যামস্টার ইত্যাদি।
Roborovski dwarf hamster এর ক্ষেত্রে গর্ভধারণকাল ২০ – ২২ দিন।
যদিও Roborovski dwarf hamster রোবোরোভস্কি হ্যামস্টার, মরুভূমির হ্যামস্টার, রোবো বামন হ্যামস্টার বা সহজভাবে বামন হ্যামস্টার নামেও পরিচিত, এর জীবনকাল: ২ – ৩ বছর,
বিজ্ঞান সম্মত নাম Phodopus roborovskii।
Chinese hamster:
বৈজ্ঞানিক নাম: Cricetulus griseus
গর্ভধারণকাল ১৮ – ২১ দিন।
জীবনকাল ২ – ৩ বছর।
সুতরাং গর্ভধারণকাল কম বলা হচ্ছে বটে তবে এদের আয়ুষ্কাল বড় কম।
ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গী, হ্যাঁ কুকুরের কথা বলা হচ্ছে, বৈজ্ঞানিক নাম Canis lupus familiaris,
তাদের ক্ষেত্রে গর্ভধারণকাল ৫৭ থেকে ৬৫ দিনের বা গড়পড়তায় ৬৩ দিনের।
বিভিন্ন প্রজাতির মধ্যে বিভিন্নতা রয়েছে যদিও তবুও কুকুর মোটামুটি ৭ থেকে ১০ মাসের মধ্যে যৌনসক্ষম হয়ে ওঠে। মেয়ে কুকুরের বছরে এক বা দুইবার ঋতুচক্র হয়ে থাকে। এরা মোটামুটি ১০ থেকে ১৩ বছর অবধি বাঁচে।
ধারণা করা হয় সুদূর অতীতে নেকড়ের কোন এক প্রজাতি মানুষের সঙ্গ বেছে নিয়েছিল, তারাই আজ কুকুর।
নেকড়ে বাঘ, বৈজ্ঞানিক নাম Canis lupus
প্রকৃতিতে জীবনসংগ্রাম চালিয়ে জীবনকাল দাড়ায় মোটে ৬ থেকে ৮ বছর যদিও বন্দী অবস্থায় বা সুযোগ্য পরিবেশে এটি ১৪--১৭ বছর অবধি বাঁচতে পারে।
নেকড়ের গর্ভকাল ৬২ থেকে ৭৫ দিনের মত হয়ে থাকে।
গায়ে লেজ ঘষা, গোঁফে তা দেওয়া মেকুর মানে বিড়াল বৈজ্ঞানিক নাম Felis silvestris catus,
তাদের গর্ভকাল ৬৩ থেকে ৬৫ দিনের।
বিড়াল সচরাচর ৪ - ৬ মাস বয়স থেকেই যৌনসক্ষম হয়।
বেড়ালের কথা যখন উঠলই তখন বড় বেড়ালের কথা বাদ যায় কেন?
Leopard লেপার্ড,
বৈজ্ঞানিক নাম Panthera pardus
আয়ুষ্কাল ১২--১৭ বছর।
গর্ভকাল ৯০--১০৫ দিনের।
জাগুয়ার jaguar
বৈজ্ঞানিক নাম Panthera onca
আয়ুষ্কাল ১২--১৫ বছর।
গর্ভকাল ৯৩--১০৫ দিনের।
বাঘ Tiger
বৈজ্ঞানিক নাম Panthera tigris
আয়ুষ্কাল ৮--১০ বছর ( বন্য পরিবেশে)।
গর্ভকাল ৯৩--১১২ দিনের।
চিতা cheetah
বৈজ্ঞানিক নাম Acinonyx jubatus।
আয়ুষ্কাল ৮--১০ বছর ( বন্য পরিবেশে)
বন্দী অবস্থায় কৃত্রিম উপযুক্ত পরিবেশ পেলে
১২--১৫ বছর।
গর্ভকাল ৯০--৯৮ দিনের।
আর পশুরাজ সিংহের কথা না বললেই নয়
Lion সিংহ
বৈজ্ঞানিক নাম Panthera leo
আয়ুষ্কাল ৮--১০ বছর ( পুরুষের)
সিংহী বরং বাঁচে ১৫--১৬ বছর অবধি।
গর্ভকাল মোটামুটি ১১০ দিনের।
তবে সবচাইতে বেশি গর্ভধারণকাল সইতে হয় হস্তিনীকে। হ্যাঁ স্ত্রী হাতির গর্ভকাল গড়পড়তায় ২২ মাস (১৮--২২ মাস)।
আফ্রিকান হাতি African elephants (গণ: লক্সোডন্টা ইংরেজি: Loxodonta গ্রিক ভাষায় অর্থ "তেরছা দাঁত")
বিজ্ঞান সম্মত নাম Loxodonta africana।
এদের আয়ুষ্কাল মোটামুটি ৬০--৭০ বছর।
গর্ভকাল প্রায় প্রায় ৬৪৫ দিনের।
এশিয়ার হাতি Asian elephant
বিজ্ঞান সম্মত নাম Elephas maximus।
আয়ুষ্কাল গড়পড়তায় ৪৮ বছর।
গর্ভকাল প্রায় প্রায় ৬১৭ দিনের।
হাতি সম্পর্কীয় দুটি প্রাণীর কথা না বললেই নয়
যেমন
জলহস্তী hippopotamus
আয়ুষ্কাল ৪০--৫০ বছর।
বিজ্ঞান সম্মত নাম Hippopotamus amphibius
গর্ভকাল প্রায় প্রায় ২৪৩ দিনের।
Dugong ডুগং (বৈজ্ঞানিক নাম: Dugong dugon) বা সমুদ্রধেনু হল প্রায় বিলুপ্তপ্রায় একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। মালয় ভাষায় এর নামের অর্থ হল সমুদ্রের ভদ্রমহিলা এবং এর আরেক আঞ্চলিক নাম "সমুদ্রের গাভী (বা ধেনু)"
প্রাণী বিজ্ঞানীরা বলেন হাতির সাথে এর বড় ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।
ডুগং ৭০ বছর অবধি বাঁচতে পারে।
এদের গর্ভকাল ১২ মাস।
৮ থেকে ১৮ বছরের মধ্যেই এরা যৌণসক্ষম হয়ে ওঠে।
নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখানোর কান্ডারী মা।
প্রকৃতির সকল মায়েদের কুর্নিশ জানাই এই লেখার মাধ্যমে।
তথ্য সাহায্যে
অন্তর্জাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন