বৃহৎ ব্যেলান্টিডিয়াম বক্তব্য
বলতাম ব্যেলান্টিডিয়াম কলি কথা 🦠🦠🦠🦠🦠🧫🧫🧫🧫🧫🥩🥩🥩🥩🥩 আচ্ছা প্রাচীন জানোয়ারের নাম কি?? ডাইনোসর, টাইটিনো বোয়া ইত্যাদি তাই না?? যদি নামই বলতে হয় তবে বলা ভাল, প্রাণী জগৎ দুই প্রধান সাম্রাজ্যে বিভক্ত এককোষী বহুকোষী এখন বহুকোষী যারা তারা মেটাজোয়া metazoa সাম্রাজ্যের অধীনে। এককোষী দের মধ্যে যাদের নির্দিষ্ট নিউক্লিয়াস নাই তারা prokaryote প্রোক্যারিওট, গ্রীক শব্দ প্রো মানে পূর্বে বা আগে এবং karyon ক্যারিঅন মানে বাদাম বা অন্তর্বীজ। সুতরাং প্রাচীন কোষ। এককোষী দের মধ্যে যাদের নির্দিষ্ট নিউক্লিয়াস আছে এবং সুন্দর করে অবরণীতে সংরক্ষিত তাদের বলে eukaryote ইউক্যারিওট। গ্রীক শব্দ ইউ মানে ভালো এবং karyon ক্যারিঅন মানে বাদাম বা অন্তর্বীজ। অতএব সুগঠিত কোষ। এই ইউক্যারিওট ধরাধামে এসেছে ২•১--১•৬ বিলিয়ন বছর আগে, সময়কাল কে বলা হয় প্রটোজোইক সময়কাল। এরাই পৃথিবীর আদিম জানোয়ার। কেন?? সুগঠিত কোষ সহ , সমস্ত দোষ গুণাবলী সহ প্রকৃত জানোয়ার যে তাই। গ্রীক শব্দ protos প্রটোস মানে আদি এবং জুন zoon মানে প্রাণী। প্রোটোজোয়া মানে আদিম প্রাণী। আদি কিন্তু বর্তমান এক প্রাণীর আলোচন