জালিয়াতের জটিল জাল
🦹🦹🌐🕸️জালিয়াতের জটিল জাল🦹🦹🌐🕸️ ঘটনা ১:: ধর্মভীরু মানুষ ছিলেন তিনি, সকাল সকাল "আজ সকালে কি আছে কপালে" না দেখে কাজ শুরু করতেন না, সংবাদপত্রে জ্যোতিষ বিভাগ কেটে আলাদা করে রেখে দিতেন, বছর শুরু করতেন বাৎসরিক রাশিফল পুস্তক এবং পঞ্জিকা সংগ্রহ করে। দূরদর্শনে জ্যোতিষ বিভাগ এবং ভগ্যবদলের চাবিকঠির বিজ্ঞাপন মনোযোগ সহকারে দেখতে পছন্দ করতেন। ভি পি পি, ডাক, রেজিস্ট্রি মারফত দিব্য আংটি, যন্ত্রম ইত্যাদি সংগ্রহ করতে ভালো বাসতেন। ঘটনা ২:: রেজিস্ট্রি ডাক মারফত একটি চিঠি পাওয়া গেল। ব্রমহানন্দ মহারাজ আশ্রম, রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৯০৪, ঠিকানা:: জ্যোতিষ ভবন, এন এইচ ৫৮, ঋষিকেশ রোড, হরিদ্বার উত্তরাখণ্ড, পিন ২৪৯৪০১, থেকে জানানো হচ্ছে, বছর তিনেক আগে এই সংস্থা থেকে ডাক মারফত দিব্য তাবিজ সংগ্রহ করা হয়েছিল। এই প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি লটারি তে একটি স্ক্র্যাচ কুপন গ্রাহকের ঠিকানায় পাঠানো হয়েছে। স্ক্র্যাচ কুপন উল্লেখিত পুরস্কার মূল্য গ্রাহকের ব্যাংকের খাতায় জমা করা হবে। পুরস্কার মূল্য পেতে গেলে সেই বাবদ সরকারি কর গ্রাহকক