পোস্টগুলি

জালিয়াতের জটিল জাল

ছবি
  🦹🦹🌐🕸️জালিয়াতের জটিল জাল🦹🦹🌐🕸️                              ঘটনা ১:: ধর্মভীরু মানুষ ছিলেন তিনি, সকাল সকাল  "আজ সকালে কি আছে কপালে" না দেখে কাজ শুরু করতেন না, সংবাদপত্রে জ্যোতিষ বিভাগ কেটে আলাদা করে রেখে দিতেন, বছর শুরু করতেন বাৎসরিক রাশিফল পুস্তক এবং পঞ্জিকা সংগ্রহ করে। দূরদর্শনে জ্যোতিষ বিভাগ এবং ভগ্যবদলের চাবিকঠির বিজ্ঞাপন মনোযোগ সহকারে দেখতে পছন্দ করতেন। ভি পি পি, ডাক, রেজিস্ট্রি মারফত দিব্য আংটি, যন্ত্রম ইত্যাদি সংগ্রহ করতে ভালো বাসতেন।                      ঘটনা ২:: রেজিস্ট্রি ডাক মারফত একটি চিঠি পাওয়া গেল। ব্রমহানন্দ মহারাজ আশ্রম, রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৯০৪, ঠিকানা:: জ্যোতিষ ভবন, এন এইচ ৫৮, ঋষিকেশ রোড, হরিদ্বার উত্তরাখণ্ড, পিন ২৪৯৪০১, থেকে জানানো হচ্ছে, বছর তিনেক আগে এই সংস্থা থেকে ডাক মারফত দিব্য তাবিজ সংগ্রহ করা হয়েছিল। এই প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি লটারি তে একটি স্ক্র্যাচ কুপন গ্রাহকের ঠিকানায় পাঠানো হয়েছে। স্ক্র্যাচ কুপন উল্লেখিত পুরস্কার মূল্য গ্রাহকের ব্যাংকের খাতায় জমা করা হবে। পুরস্কার মূল্য পেতে গেলে সেই বাবদ সরকারি কর গ্রাহকক

লিঙ্গ-রূপেন সংস্থিত

ছবি
   🐍🐌🪱লিঙ্গ-রূপেন সংস্থিত🪱🐌🐍     〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️             "হায়রে মানুষ, রঙ্গীন ফানুস                      দম ফুরাইলেই ঠুস!    তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।    ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।" জী হ্যাঁ, দম, বুক ভরা বাতাস নিয়ে নতুন উদ্যমে কাজে নামা। আঁকা বাঁকা জীবনের পাথুরে পথে রক্তাক্ত পায়ে একটুও না থেমে এগিয়ে যাওয়ার জন্যে লাগে দম। তো ভাই দম কিভাবে থাকে? কেন, বুকের খাঁচায় বন্দী এক অঙ্গ নাম ফুসফুস, যে অনবরত বাইরের বায়ু বাহিত প্রাণ বায়ু নিষ্কাশন করে শরীর কে চালান করছে, তার বিরাম নাই বিশ্রাম নাই আজীবন কাজ করতে হবে। ফুসফুস, সেইডা আবার কেডা? অধিকাংশ মেরুদণ্ডী প্রাণী,  পাখি, কিছু মাছ  উভচর যেমন ব্যাঙ ও শামুখের শ্বসন প্রক্রিয়ার গুরুত্বপূর্ন অঙ্গ এই ফুসফুস। মেরুদণ্ডীদের ক্ষেত্রে সাধারণত হৃদয়ের দুই পাশ জুড়ে থাকে এই ফুসফুস। প্রাণীভেদে এদের গঠন বিভিন্ন, কিছু বাড়তি কাজ থাকলেও মূল কাজ শরীরে অক্সিজেনের সদাসর্বদা সরবরাহ অব্যাহত রাখা। তাহলে বলাযায় মেরুদণ্ডী হলেই ফুসফুস থাকতেই হবে, তাই কি? যতবারই আমরা গর্ব করে বলি সব জেনে গিয়েছি প্রকৃতি তখনই নতুন

পাঁজর পিঞ্জরে

ছবি
           🫀🫁💔পাঁজর পিঞ্জরে🫀🫁💔         〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️        "যাহারও লাগিয়া খাটিয়া মরি নু              সেও ত ভুলিয়া যাবেরে       পরাণ ও পাখি মোর পলকে উরিবে        পরাণ ও পাখি মোর পলকে উরিবে             ছারিয়া সকল মায়ারে......" শুক্রবার দুপুরের দিকে রুগী না থাকায় পরাণ ডাক্তারের পশরের বাইরের বেঞ্চে বসে  বাউল আব্দুল গান ধরেছিল, পরাণ ডাক্তার আর গ্রিল মিস্তিরি কুতুব তন্ময় হয়ে তাই শুনছিল... 👳🏾:: বুঝলা বাবারা, এই বুকটা হইল গিয়া একডা খাঁচা, ইয়ার ভিতিরি পরাণ ডা ধুক পুক করে। 🧔🏾:: কন কি বাউল ভাই, খাঁচা তো আমি বানাই, তালা চাবি লাগানো খাঁচা, পাখি কিছুতেই পলাইতে পারব না। 🧑🏽‍⚕️:: উম, বাউল আব্দুল কথাটি মন্দ বলোনি, বুকের খাঁচা যাকে বলে থোরাসিক কেজ thoracic cage, তা মেরুদন্ড, স্টারনাম এবং পাঁজরের হাড় দিয়ে গঠিত একটি খাঁচা বিশেষ, এবং এর কাজ ভিতরের গুরুত্বপূর্ন অঙ্গ গুলিকে রক্ষা করা। পাঁজরের খাঁচা বা rib cage + sternum = thoracic cage।  তো সেই গুরুত্বপূর্ন অঙ্গ গুলি কে কে জানো? হৃদয়, ফুসফুস, রক্তবাহী গুরুত্বপূর্ন নালী ইত্যাদি। 🧔🏾:: আমি ধরেন গিয়া লোহার তার দিয়া খা

না-নেকড়ে না-জম্বুক জীবনী

ছবি
            🦊 🦊 না-নেকড়ে না-জম্বুক জীবনী🦊🦊 🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊     "বিদ্‌ঘুটে জানোয়ার কিমাকার কিম্ভূত,       সারাদিন ধ'রে তার শুনি শুধু খুঁতখুঁত ৷     কাঁচুমাচু ব'সে তাই, মনে শুধু তোল্‌পাড়—       'নই ঘোড়া, নই হাতি, নই সাপ বিচ্ছু,      মৌমাছি প্রজাপতি নই আমি কিচ্ছু ৷" সুকুমার রায়ের কিম্ভুতের মতোই বিড়ম্বনা এই প্রাণীর। লেজ লাল শিয়ালের মত, মাথা নেকড়ের মতো কিন্তু, পা? লম্বা লম্বা ঠিক হরিণের মত, ইয়া বড় বড় কান! বলছি maned wolf ম্যানড নেকড়ের কথা। নেকড়ে বললাম বটে তবে, না এটি শৃগাল না নেকড়ে বরং এটির মিল Canidae ক্যানিডি পরিবারের কিছু সদস্যের সঙ্গে। এই ক্যানিডি পরিবারটি কি? লাতিন শব্দ canis কথার অর্থ কুকুর, সুতরাং Canidae হল মাংসাশী কুকুরের মতন কিছু প্রাণীদের জৈবিক পরিবার বা বায়োলজিক্যাল ফ্যামিলি। গুলিয়ে গেল যে? কুকুর এসেছে নেকড়ের কোনো এক শাখার বিবর্তনের মাধ্যমে, যদি এটি কুকুরের মতোই হয় তবে? আচ্ছা মুশকিল, বিজ্ঞানীদের চিন্তায় চুল সাদা হল এই ভেবে যে এই প্রাণীকে শ্রেণিবিন্যাসের কোথায় স্থান দেবে! ২০০৩ সালে বহু ক্যানিডি পরিবারের মগজের গঠন পর্যবেক্ষণ