হামবড় হা মুখ
👄👄👄আহা হাঁ👄👄👄 (O)(O)(O)(O)(O)(O)(O)(O)(O)(O)(O)(O)(O) হেরম্ব যখন নতুন বাইক কিনল, সকলে মিলে মিষ্টি খাওয়ানোর বায়না ধরল। হামবড় হেরম্ব গাড়ি হাঁকিয়ে মুখ বাঁকিয়ে বলে গেল ' আগে মুখের মাপ নিয়ে আয় '। মুখের মাপ, অর্থাৎ হা মুখের মাপ অর্থাৎ মুখ হা করা অবস্থায় দুই ঠোঁটের মধ্যবর্তী দূরত্ব, কিন্তু তা কত? আসলে হা মুখের দৈর্ঘ্য সকলের আলাদা রকম। হা মুখের দৈর্ঘ্য ৪০--৬০ মিলিমিটার মত হতে পারে অর্থাৎ গড়ে প্রায় ৩৫--৫৫ মিলিমিটার (১.৪ -- ২.২ ইঞ্চি)মতন। হাতের তিনটি আঙ্গুল যথা তর্জনী, মধ্যমা এবং অনামিকার মিলিত দৈর্ঘ্যের সমান বা একটু বড়। দেখা গিয়েছে হা মুখের দৈর্ঘ্য ছেলেদের ক্ষেত্রে ৫১.৩±৮.৩ মিলিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে তা হল ৪৪.৩±৬.৭ মিলিমিটার। হা মুখের ফাঁকা জায়গা বিশাল হওয়ায় গিনেস বুকে নাম উঠলো মার্কিন তরুণী সামান্থা রামসডেলের (Samantha Ramsdell)। তিনি ২ দশমিক ৫৬ ইঞ্চি (৬৫.0২৪ মিলিমিটার) তথা ৬.৫৬ সেন্টিমিটার পর্যন্থ মুখ হা করে ফাঁকা করতে পারেন। এই হা করা সম্ভব হয় কিভাবে? নিচের চোয়াল এবং খুলি যে অস্থিসন্ধির মাধ্যমে সংযুক্ত থাকে তার নাম টেম্পোর