পোস্টগুলি

মাংসাশী শাকাহারী প্রাণী কথা

ছবি
                      মাংসাশী শাকাহারী  🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🍗🍖🍗🍖🍗🍖 পাইকারি ঠাকুমার রাগ দেখে কে? "অবাগীর ব্যাটা" থেকে শুরু হয়ে ছিল, এখন "ওলা ওঠায় মরবি" চলছে.......... ধোপদুরস্ত নিরামিষাশী সর্বজনীন এই ঠাকুমা কে  " মাছ ভাজা খাবা" বললে ক্ষেপে ওঠেন। শুভেন্দু স্যার রাস্তা দিয়েই যাচ্ছিলেন, পরিস্থিতি বুঝে বখাটে ছেলের পাল তাড়িয়ে ঠাকুমা কে নিয়ে পড়লেন..................... 🧑🏿‍🔬:: শান্ত হয়ে বল দেকি কি হয়েছে? 👵🏿:: মুকপোড়া, অবাগীর পোলা গুলান মাছ খাতি কয়। আমি আমিষ জিনিষ ছুয়ে দেকি না কো.... সব কটারে ধরি নাতি মারতে অয়। 🧑🏿‍🔬:: আচ্ছা বলত গরু কি খায়? 👵🏿:: কেন? নেকা পড়া শিকেচ আর এটাও জাননি গরু শাকাহারী জীব, ঘাস কায় ঘাস🙏🏾🙏🏾। 🧑🏿‍🔬:: যদি বলি মরা জীবের হাড় ও খায়! কি বিশ্বাস হল না? শোনো তবে...........                            হাড় ভক্ষণ 🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴 জীবকুল প্রয়োজনের দাস। কোনো কোনো পরিস্থিতিতে নিপাট নির্ভেজাল তৃণভোজী বা উদ্ভিদ্ভোজী জানোয়ার মরা জীবজন্তুর হাড় খেয়ে থাকে, ঘটনাটিকে বলা হয় Osteophagy বা  হাড় ভোজী। এখন হয়েছে

মাট্রিফেজি বা মাতৃভোজী জীব

ছবি
                        মাতৃভোজী 💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢 চারিদিকে ছি ছি কার পরে গেল, ফটিকের কান্ড!! তিলে তিলে বড় করে তুলেছিল বিধবা মা, অপদার্থ ফটিক মায়ের বাক্স ভেঙ্গে সব নিয়ে হওয়া....... চায়ের দোকানে সেই আলোচনাই চলছিল............. 🧓:: অপগণ্ড পোলা, হালায় মায়ের সম্পত্তি নিয়া ভাগসে, মা ডারে পথে বসাইলো হালায়, এমনডা কেউ করে???? 🧑‍🦳::: সেই ভাবে দেখতে গেলে প্রকৃতিতে এ ঘটনা বিরল নয়। 🧓:: ছেমরা কয় কি?? প্যাটের বাচ্চা মায়ের দুশমন!?? হালায় পাগলা কুত্তা কামরাইসে...... 🧑‍🦳::: না না তা কেন?? মাট্রিফেজি বা মাতৃভোজী জীবের উদাহরণ আছে। 🧓:: হুনি..... 🧑‍🦳::             কালো জরি জাল বুনুনে মাকড় 🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️ Amaurobius ferox বা black lace weaver বা কালো জরি জাল বুনুনে মাকড়, ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিশেষত অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে দেখা যায়, এবং এরা নিশাচর। মা মাকড় প্রায় তিন সপ্তাহ যাবৎ ডিম থলির কাছে থাকে ও তাতে তা দেয়। এবং তা দেওয়া শেষ হলে ডিম থলি বিদীর্ণ করে সন্তানদের পৃথিবীর আলো দেখায়। ক্ষুদে শিশুরা কি খাবে? তাই পুষ্টিতে ভরপুর একধরনের ডিম পাড়

ভবিষ্যতের ভয়

ছবি
  জ্যোতিষ চর্চা -- পরীক্ষা পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 ছোট বেলায় অরিজিৎ স্যারকে প্রশ্ন করেছিলাম বই তে ত লেখা আছে তবে শুধু শুধু পরীক্ষা করে দেখব কেন? তিনি বলে ছিলেন পরীক্ষা করলে নিজে দেখা যাবে, এবং পরীক্ষা লব্ধ জ্ঞান বইতে যথা যথ লেখা আছে কি না জানা যাবে। তাত্ত্বিক সিদ্ধান্ত ও পরীক্ষা লব্ধ সিদ্ধান্ত এক কিনা প্রমাণিত হবে।  পরীক্ষা করেছিলাম তথা কথিত জ্যোতিষী দের নিয়ে কিভাবে পারেন তারা অদৃষ্ট কে জানতে? বেছে নিলাম তিন জন প্রাচীন, আধুনিক ও অত্যাধুনিক ক খ ও গ বাবুকে। পরীক্ষা :- সাবজেক্ট ক বৈঠকখানা, একদিকে বিক্রাল দেবী মূর্তি, প্রচুর পুরনো বই ও পঞ্জিকা। জন্ম তারিখ সময় জানলেন, হাত দেখলেন, কপাল দেখলেন, চোখ বন্ধ করে কি যেন বললেন, পুরনো পঞ্জিকা নিয়ে বসলেন।  গণনা ফল  :- মকর রাশি, দেবারি গণ কুম্ভ লগ্ন ইত্যাদি ইত্যাদি... পাঞ্চ লাইন :-  সামনে  ভাল সময় আসছে কিন্ত প্রতিকূলতা থাকবে। বন্ধু ভাগ্য মধ্যম। কিছু আত্মীয় বিরোধিতা করবে। গুরুজনের শরীর ভাল যাবে না ব্যাবসায় উন্নতি তবে চেষ্টায় চাকরি হবে। দাবাই :- প্রতিকূলতা কাটাতে মহা গ্রহ কবচ যজ্ঞ ও গ্রহ কবচ ধারণ। অমুক দিনে অমুক সময়ে অমুক

কালকুট কীটের কাহিনী

ছবি
              গরল কীটের  সাতকাহন 🦂🕷️🐜🦗🪲🦟🪳🪰🐝🐞🦋🐛🦗🪲🪳 না! হারুদার চায়ের দোকানে আর বসা যাবেনা, কারন? কারন মশা, উঠব উঠব করছি ঠিক এই সময় মিলিটারী জেঠুর আগমন........... 🧑‍✈️:: সব চললে কোথায়?? 🧎:: কোথায় আবার বাড়ী,  না হলে মশার এক ছোবলে ছবি হতে হবে। বিষাক্ত বিভৎস পোকা একটা........... 🧑‍✈️:: তা বটে, তবে বিভৎস হলেই বিষাক্ত হবে তার মানে নেই, ভয়ঙ্কর সুন্দর বলে কথা আছে...... 🧎:: সুন্দর অথচ ভয়ঙ্কর!?!? 🧑‍✈️:: নীল দ্বীভাজিকা পুচ্ছ প্রজাপতির গল্প বলি..      ¶  Blue swallowtail বা নীল দ্বীভাজিকা পুচ্ছ                                   প্রজাপতি       🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋 কাল ও নীল চিত্রাভ এবং সওয়ালো পাখির লেজের মত   দ্বীভাজিকা ডানা যুক্ত অতি সুন্দর প্রজাপতি এই পাইপভেইন সওয়ালোটেল বা Blue swallowtail ( battus philenor)। উত্তর ও মধ্য আমিরিকায় নিবাস এদের। দীর্ঘ প্রজন্ম যাবৎ এরা পাইপভেইন জাতীয় উদ্ভিদের পাতা খাদ্য হিসেবে গ্রহণ করে এসেছে এবং করছে। এই উদ্ভিদে থাকে জৈব অম্ল aristolochic acid যা ক্যান্সার উৎপাদনকারী এবং বৃক্ক ক্ষতিসাধন কারোক। তাই দেখতে ভয়ানক সুন্দর এই পতঙ্গ

পিপীলিকা কাহীনি

ছবি
                     পেল্লায় পিপীলিকা পালা 🐜🐜🐜🐜🐜^^^^^^^^^^^^^^^^^^^^🐜🐜🐜 ক্ষুদ্রাকার ক্ষীণজীবী প্রাণী তাই উপেক্ষার পাত্র এই পিঁপড়ে। তাই বিভিন্ন সংলাপে শোনা যায়  " পিঁপড়ের মত পিষে মারব"। তবে এই ক্ষুদ্র জীব এতটাও ক্ষুদ্র নয়। আজ আলোচনা করা যাক দৈর্ঘ্যে বড় পিঁপড়ে সমন্ধে।             দৈত্যাকার আমাজোনিয়ান পিঁপড়ে 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜 দক্ষিণ আমেরিকায় প্রাপ্ত এই পিঁপড়ের বিভিন্ন নাম যেমন পিয়াতা (piata),  তোক্যান্দিরাস (tocandiras), বিজ্ঞানস্মত নাম (dinoponera sp )ডাইনোপনেরা স্পিসিস এদের নানা প্রকার বর্তমান। যেমন:- √ডাইনোপনেরা জাইগানতে (dinoponera gigantea)  দৈর্ঘ্য ৩ থেকে ৪ সেন্টিমিটার। কয়লার মত কালো এদের বর্ন। নিজের এলাকা রক্ষায় দ্বন্দ্ব যুদ্ধে পিছপা হয় না। ✓ডাইনোপনেরা কোয়াড্রিসেপস (dinoponera quadriceps) রানী বিহীন এই পিঁপড়ে বিষাক্ত দৈর্ঘ্য ২.২( পুরুষ)। √ডাইনোপনেরা লুসিডা (dinoponera lucida)  রানী বিহীন এই পিঁপড়ে দৈর্ঘ্য ২.৭ থেকে ৩ সেন্টিমিটার ( কর্মী) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~                দৈত্যাকার বন পিঁপড়ে 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜 দক